কালুরঘাট সেতু সূর্যসেনের নামে করার দাবিতে স্মারকলিপি

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৪২ পূর্বাহ্ণ

বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নামে চট্টগ্রামের দ্বিতীয় কালুরঘাট সেতুর নামকরণের দাবিতে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে ইতিহাসঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী সামাজিক সংগঠন ‘চৈতগ্রাম’ নেতৃবৃন্দ। স্মারকলিপিতে ব্রিটিশ বিরোধী মাস্টারদা’র অবদানকে ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে উল্লেখ করা হয়।

 

জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে মাস্টারদা সূর্যসেনের ১২৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর আন্দরকিল্লাস্থ জেএমসেন হলে মাস্টারদা’র আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৈতগ্রাম’র উপদেষ্টা মন্ডলীর সদস্য জসিম উদ্দিন

চৌধুরী, সংগঠনের সভাপতি কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, যুগ্মসাধারণ সম্পাদক প্রকাশ মজুমদার বাবু, চকবাজার ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, প্রকাশ মজুমদার, মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব বর্ধন, অর্পিতা ধর পূর্ণীমা, মিনহাজ উদ্দিন তাকিম, সাইরুল আজম স্বপ্নীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্টে আছে সাধারণ মানুষ : শাহাদাত
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে সেমিনার