কালুরঘাট সেতুর বিষয়ে সংসদে সোচ্চার থাকবো

নোমান আল মাহমুদের প্রতিক্রিয়া

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় আজাদীকে বলেন, আমি সর্ব প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার মতো এক তৃণমূলের কর্মীকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন। আর আমাদের সকল নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।

নির্বাচনী মাঠে আমি এই আসনের ভোটারদের আমার বেশ কিছু উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছিলাম। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কালুরঘাট সেতু। এই সেতুর কারণে বোয়ালখালীবাসীসহ দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন। এই কালুরঘাট সেতু প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পে অধিভুক্ত করে দ্রুততম সময়ে বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সংসদেও আমি আমার এলাকার মানুষের প্রাণের দাবি কালুরঘাট সেতুর বিষয়ে সোচ্চার থাকবো। চট্টগ্রামবাসীর উন্নয়নের কথা বলবো। তিনি বলেন, চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের হাতে তুলে নিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নির্মাণের ব্যাপারে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করবো। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অত্যন্ত আনন্দিত জানিয়ে নোমান আল মাহমুদ বলেন, আমি নির্বাচিত হওয়ার মাধ্যমে তৃণমূল কর্মীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে আমার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী, বোয়ালখালী উপজেলাসহ চট্টগ্রামের আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত কষ্ট করে আমাকে নির্বাচিত করেছেন এজন্য আমি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম৮ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়ে। রাতে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী নির্বাচনী ফলাফল সংগ্রহ ও তথ্য পরিবেশ কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান উপনির্বাচনে নৌকার প্রার্থী নোমান আল মাহমুদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধপরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নেয় না : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিএমপির বিধিনিষেধ আরোপ ও শিক্ষাবোর্ডে কন্ট্রোল রুম চালু