কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে পিকআপের ধাক্কা

ছিটকে পড়ে তিন কিশোর আহত

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুতে সদ্য স্থাপিত উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে পিকআপের ধাক্কায় তিন কিশোর যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর পূর্বপাড়ে বোয়ালখালী অংশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড সিস্টেমের সরঞ্জাম নিয়ে একটি পিকআপ নগরীর দিক থেকে বোয়ালখালীতে আসার সময় সেতুর পূর্বপাড়ে সদ্য স্থাপিত উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় পিকআপে থাকা নরশিদ (১৫), রবিন (১৩) ও রাহাত (১৮) নামে তিনজন গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আজগর বলেন, আহতদের মধ্যে দুইজন মাথায় আঘাত পেয়েছে, অপরজন শরীরে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত রবিন জানায়, নগরীর অলংকার মোড় থেকে সাউন্ড সিস্টেম নিয়ে বোয়ালখালীর একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম আমরা। পিকআপে সাউন্ডবঙ ও অন্যান্য সরঞ্জাম নিয়ে বসেছিলাম তিনজন। সেতুর উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ব্যানার থাকায় তা দেখতে পাননি চালক। ফলে ধাক্কা খেয়ে নিচে পড়ে গিয়ে আহত হই।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকার বিয়ের খবর শুনে বের হল ঘর থেকে, পরে ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআইন না মেনে পণ্য বোঝাই বিদেশি জাহাজকে জরিমানা