মালবাহী ট্রাক আটকে আবারো কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল কালুরঘাট সেতুতে। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে হঠাৎ করে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে ঘরে ফেরা হাজারো কর্মজীবী নারী-পুরুষকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়ালখালী থেকে ছেড়ে আসা মালবাহী (চট্টমেট্টো ট-১১-২৯০৯) একটি ট্রাক সেতুর মাঝ বরাবর এসে হঠাৎ বিকল হয়ে যায়। সাথে-সাথেই বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে করে সেতুর দুই পাড়ে আটকা পড়ে শত শত গাড়ি। ক্রমান্বয়ে দীর্ঘ হতে থাকে গাড়ির বহর। রহিমা বেগম নামের এক পোশাক
শ্রমিক বলেন, কারখানা ছুটির পর রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেতু পার হতে গিয়ে দেখি সেতুর উপর একটি ট্রাক বিকল হয়ে রয়েছে। সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে আছে। মুহূর্তেই শত শত গাড়ি ও মানুষের জট লেগে যায় উভয় পাড়ে। এতে হঠাৎ করে নিত্য যাতায়াতরত
কর্মজীবী মানুষকে পড়তে হয় অবর্ণনীয় দুর্ভোগে। পায়ে হেঁটে সেতু পার হবে সেই সুযোগও নেই। মোটরবাইক যাত্রী সংবাদকর্মী ফারুকুল ইসলাম মানিক বলেন, রাতে অফিস শেষে সেতুপাড়ে এসে দেখি যান চলাচল বন্ধ। পরে নতুন ব্রিজ হয়ে বাড়ি ফিরতে হয়েছে।
সেতুর টোল অফিসে দায়িত্বরত কর্মচারী জাহাঙ্গীর আলম দৈনিক আজাদীকে বলেন, ট্রাকটি সরিয়ে অল্প কিছু সময় পর সেতুতে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়। তবে উৎসুক জনতার জটলার কারণে কিছুটা বেগ পেতে হয়। উল্লেখ্য, ১৯৩০ সালে কর্ণফুলী নদীর উপর নির্মিতব্য ও বর্তমানে মেয়াদোত্তীর্ণ জরাজীর্ণ সেতুটিতে কোনো না কোনো কারণে প্রতিদিনই জট লাগে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় সেতু ব্যবহারকারী উভয় পাড়ের কয়েকলক্ষ মানুষকে।












