ইমাম গ্রুপের এমডিসহ পাঁচজনের ৫ মাসের সাজা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখার ১৮৬ কোটি ৯৩ লাখ টাকা খেলাপী ঋণ পরিশোধ না করায় ইমাম গ্রুপের এমডি মো. আলীসহ পাঁচজনকে ৫ মাসের সাজা দিয়েছেন আদালত। বাকীরা হলেন, মো. আলী ইমাম, আলহাজ্ব মনির আহমেদ সওদাগর, ফেরদৌসী বেগম ও রেজিয়া খাতুন।
গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মোজাহিদুর রহমান এ আদেশ দেন। সাজার পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছে। আদালতের পেশকার রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ১৮৬ কোটি ৯৩ লাখ টাকা খেলাপী ঋণ পরিশোধ না করায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারক এ সাজা দিয়েছেন। একই সাথে তাদের
বিরুদ্ধে সাজা পরোয়ানাও জারি করা হয়েছে। সাজা পরোয়ানা বলবত থাকা পর্যন্ত তারা দেশের বাইরে যেতে পারবেন না। তিনি আরো বলেন, ইমাম গ্রুপের এমডি ও সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. আলী বেশ কয়েকটি দেওয়ানী ও ফৌজদারী মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক রয়েছেন।
অর্থঋণ আদালতসূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখা আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালে জারি মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে মালবাহী ট্রাক বিকল, দুর্ভোগ
পরবর্তী নিবন্ধনিজ মাছের প্রজেক্টের সামনে খামারির রক্তাক্ত মরদেহ