কালুরঘাট সেতুতে এবার দেড় ঘণ্টার দুর্ভোগ

পিকআপ বিকল

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

কালুরঘাট সেতুর উপর ফের পণ্যবাহী পিকআপ আটকে দেড় ঘণ্টা বন্ধ ছিল সেতু। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে হঠাৎ করে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়েছে ঘরে ফেরা হাজারো কর্মজীবী মানুষদের। প্রত্যক্ষদর্শী অনেকেই জানান, বোয়ালখালীর দিক থেকে ছেড়ে আসা শহরগামী পণ্যবাহী একটি পিকআপ সেতুর মাঝ বরাবর এসে হঠাৎ বিকল হয়ে যায়। এ সময় মুহূর্তেই বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে সেতুর দুই পাড়ে আটকা পড়ে শতশত গাড়ি। ক্রমান্বয়ে দীর্ঘ থেকে দীর্ঘ হতে থাকে গাড়ির লাইন। পরে পিকআপটি সরিয়ে প্রায় দেড় ঘণ্টা পর রাত সাড়ে ৮ টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়।
রহিমা বেগম নামে এক পোশাক শ্রমিক বলেন, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সেতুতে গিয়ে দেখি একটি পিকআপ বিকল হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে আছে।
সেতুর টোল অফিসে দায়িত্বরত জাহাঙ্গীর আলম নামে এক কর্মচারী বলেন, পিকআপটি সরিয়ে অল্প কিছু সময় পর সেতুটি স্বাভাবিক করে দেয়া হয়। তবে উৎসুখ জনতার জটলার কারণে কিছুটা বেগ পেতে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিখুঁত এক স্থপতির গল্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের সংখ্যা নামল একশর নিচে