কালুরঘাট ব্রিজের উপর ট্রেন লাইনচ্যুত, ভাগ্যক্রমে রক্ষা

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১ অক্টোবর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে তেল দিয়ে চট্টগ্রাম নগরে ফিরছিল তেল পরিবহনে ব্যবহৃত একটি শাটল ট্রেন। গত বুধবার রাত ৮টার দিকে কালুরঘাট ব্রিজ অতিক্রমের সময় ব্রিজের মাঝখানে হঠাৎ লাইনচ্যুত হয়ে যায় এর পেছনের দুটি বগি। কোন বাধা ছাড়াই তারপরও ব্রিজের উপর সমানতালে চলছিল ট্রেনটি। এভাবেই চলতে চলতে ব্রিজ পার হলেই ব্যাপারটি এলাকাবাসীর নজরে পড়ে। তারা এ নিয়ে হৈ চৈ ও শোর চিৎকার করে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালান। পরে চালক ও ট্রেনটিতে দায়িত্বরত অন্যান্য লোকজন ট্রেন থামিয়ে দুঘটনার হাত থেকে নিজেদের রক্ষা করে।
খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রেনটি উদ্ধার করে লাইনটি সচল করে দেন। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে নিয়োজিত সাকিব নামের এক কর্মী জানান, ট্রেনটি খালী ছিল বিধায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে লাইনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারে তারা প্রায় ২০/২৫ জন লোককে গতকাল বৃহস্পতিবার সারাদিন কাজ করতে হয়েছে বলেও জানান তিনি। ব্রিজের উপর দিয়ে নিত্য যাতায়াতকারী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক বিষু বড়ুয়া বলেন, খবর পেয়ে অন্যান্যদের মত আমিও দেখতে আসলাম। স্বচক্ষে দেখে মনেহচ্ছে ট্রেনটি খোদ ব্রিজের উপর যেভাবে লাইনচ্যুত হয়েছিল। তাতে করে ব্রিজটি কোনভাবেই রক্ষা করা সম্ভব ছিল না যদি না সৃষ্টিকর্তা সহায় না থাকত।
এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিস দাশ গুপ্ত দৈনিক আজাদীকে বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জমানকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। গঠিত এ কমিটির রিপোর্ট পেলেই এর কারণ জানা যাবে বলে।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ছাত্রলীগের একই গ্রুপের দুই পক্ষে মারামারি, আহত তিন
পরবর্তী নিবন্ধছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিদ্যালয়ে তাণ্ডব