কালুরঘাটে নৌকার সাথে ফেরির ধাক্কা লেগে দুইজন নিঁখোজ, উদ্ধার অভিযানে ডুবুরি

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ২২ জুন, ২০২৪ at ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সাথে নৌকার ধাক্কা লেগে দুইজন যাত্রী নিখোঁজ হয়েছেন।

আজ শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে কালুরঘাটের পশ্চিম পার থেকে পূর্ব পারে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সাথে একটি নৌকার সংঘর্ষ হয়।

এ সময় নৌকার দুইজন ফেরির নিচে পড়ে যায়। একজনের নাম আশরাফ উদ্দীন কাজল বলে জানতে পেরেছি। আরও একজন নিখোঁজ আছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের উদ্ধারে আমরা চেষ্টা করছি। উদ্ধার অভিযানে ডুবুরি কাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, নিখোঁজ ব্যক্তির মধ্যে একজন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি। তাদেরকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে চন্দনাইশে অভিযান, জরিমানা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে স্কুলছাত্রীর আত্মহত্যা