কালুরঘাটের ক্লুইস্টন সিএনজি স্টেশনে রিসিভার নিয়োগ

৩৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

প্রাইম ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৩৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় কালুরঘাট শিল্প এলাকার ক্লুইস্টন সিএনজি স্টেশন নামের সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেছেন আদালত। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সম্পত্তি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেখভাল করবেন। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে কালুরঘাট শিল্প এলাকার ক্লুইস্টন সিএনজি স্টেশন নামের সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেছেন বিচারক। প্রতিষ্ঠানটি থেকে আসা আয় এখন থেকে তিনি সংগ্রহ করে আদালতে জমা করবেন। তিনি বলেন, বন্ধককৃত সম্পত্তি থেকে আয় হলেও বিবাদীরা ঋণ পরিশোধে এগিয়ে আসেননি। বরং বিদেশে চলে গিয়ে সেখানেই বসবাস করছেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালে ক্লুইস্টন সিএনজি স্টেশন বন্ধক দিয়ে ঋণ নেন ক্লুইস্টন গ্রুপের মালিক মোহাম্মদ আবদুল আলিম চৌধুরী ও তার স্ত্রী রওশন আরা চৌধুরী। নির্ধারিত সময়ে উক্ত ঋণ পরিশোধ না করায় ২০১৬ সালে ব্যাংকের পক্ষ থেকে ঋণ আদায়ে অর্থঋণ মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফুটপাতে জমে উঠেছে ঈদবাজার
পরবর্তী নিবন্ধপেকুয়ার বোরকা বাহিনী প্রধান গিয়াস নগরীতে গ্রেপ্তার