পটিয়ার কোলাগাঁও কালারপোল অহিদিয়া আখতারুজ্জামান চৌধুরী বাবু সেতুতে আবারো এস আলম সিআর কয়েলবাহী বার্জের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দৃশ্যমান কোনো ক্ষয়ক্ষতি না হলেও বারবার একই ঘটনার পুনরাবৃত্তির ফলে নির্মাণাধীন সেতুটিতে স্থায়ীভাবে বড় ধরনের ক্ষতির আশংকা করছে এলাকাবাসী। ঘটনার পরপর স্থানীয় ক্ষুব্ধ জনতা বার্জের শ্রমিকদের লক্ষ্য করে নির্মাণাধীন ব্রিজের উপর থেকে পাথর ছুঁড়ে মারে বলে জানা যায়।
জানা গেছে, ৭ বছর আগে বেইলি ব্রিজটা ক্ষতিগ্রস্তের পর পশ্চিম পটিয়াবাসীর দাবির প্রেক্ষিতে হুইপ শামসুল হক চৌধুরী কালারপোল সেতুটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। নির্মাণাধীন সেতুটির কাজ এরই মধ্যে ৯৭ ভাগ শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পর আগামী ৩০ জুন জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেয়ার কথা জানায় সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে কয়েকবার এস আলম গ্রুপের পণ্যবাহী বার্জের ধাক্কার ঘটনা ঘটল।
এ বিষয়ে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, এস আলম গ্রুপের সিআর কয়েল বাহী বার্জের সঙ্গে কালারপোল সেতুতে ধাক্কার খবরটি জেনেছি। এতে দৃশ্যমান কোনো ক্ষয়ক্ষতি নাহলেও বারবার একই ঘটনা আশঙ্ক্ষাজনক। এ ব্যাপারে পর্যাপ্ত সতর্কতা জরুরি।