বাঁশখালীর প্রধান সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া পুরাতন ব্রিক ফিল্ড সংলগ্ন মাঠের পাশে শামান্তা মোবাইল সিএনজি ফিলিং স্টেশনে কার্ভাডভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা এবং গ্যাসসহ কার্ভাডভ্যান জব্দ করা হয়েছে।
গতকাল বুধবার বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন, বাঁশখালী থানার এসআই নুর মোহাম্মদ সহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, এর আগেও বেশ কয়েকবার কার্ভাডভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে চক্রটিকে জরিমানা ও বন্ধ করে দেওয়া হলেও নানাভাবে তা পুনরায় চালু করা হয় এবং ঝুঁকি নিয়ে এই গ্যাস টেক্সি ও প্রাইভেটকারে দেওয়া হয়।
গতকাল বিকালে উপজেলা প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে কার্ভাডভ্যান জব্দ, ১ লাখ টাকা জরিমানা এবং অবৈধ শামান্তা মোবাইল সিএনজি ফিলিং স্টেশন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী বলেন, খোলা গ্যাস বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। লাইসেন্সবিহীন অবৈধভাবে ফিলিং স্টেশন স্থাপন করে কার্ভাডভ্যানে গ্যাস বিক্রি করার অপরাধে গ্যাস আইনে ১ লাখ টাকা জরিমানা ও কার্ভাডভ্যান জব্দ করা হয়েছে। যতদিন লাইসেন্স দেখাতে পারবে না ততদিন ফিলিং স্টেশনটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।