ফটিকছড়ির কার্তিকপুর সর্বজনীন পাঁচ ঠাকুরানী কালী কার্তিকপুর পূজা উদযাপন পরিষদের ধর্মসভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক নান্টু কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি ডা. সুব্রত কুমার চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রূপক দে।
অতিথি ছিলেন ডা. বরুণ কুমার আচার্য , সুমন বণিক। বক্তব্য রাখেন রুবেল বিশ্বাস, আদিত্য সৈকত, বিষু চন্দ্র ভৌমিক, মাষ্টার বাবুল দেব, বাবলু বিশ্বাস, রিন্টু দে, শিক্ষক সুমন বিশ্বাস, জিসু দত্ত, ডা. রাজিব দত্ত, মুন্না দে, ডা. রূপন মহাজন, ডালিম দাশ, রুবেল দেব, ডা. শ্যামল মহাজন, ছোটন মহাজন, জুয়েল দে, কাঁকন দে, বিষু দে, পলাশ মহাজন, সুমন মহাজন, সুজন মহাজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।