কার্তিক

শঙ্খশুভ্র পাত্র | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মাসটা এখন কার্তিক
জমিতে কেউ সার দিক
শস্য যদি ভালোই ফলে
লাভটা হবে আর্থিক।

মাসটা এখন কার্তিক
পরীক্ষা নেই বার্ষিক
ভুল করলে গুরুমশাই
দেন না তাই আর ‘ধিক্‌’।

মাসটা এখন কার্তিক
হিম-কুয়াশায় চারদিক
ঘিরে আছে বলেই শিশির
কুশল জানায় হার্দিক।

মাসটা এখন কার্তিক
জেন্দ আবেস্তা পারসিক
অল্প শীতে রোদে বসে
গল্প করে চার শিখ।

মাসটা এখন কার্তিক
আব্বার ভুল, মা’র ঠিক
হেমন্তজি হেসে বলেন —
জানেন এটা কার টিক?

পূর্ববর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বায়তুশ শরফের পীরের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধপাগল মন