কার্ডিয়াক সেবার জন্য চট্টগ্রামের বাইরে যদি যেতে না হয় তা আনন্দের

আইআইইউসির বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানে ড. আজাদী

| বৃহস্পতিবার , ৯ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কার্ডিয়াক সেবার জন্য দেশের বাইরে শুধু নয় চট্টগ্রামের বাইরে যদি যেতে না হয় তা অত্যন্ত সুসংবাদ। একটি হাসপাতালের সুনাম নির্ভর করে দক্ষ ডাক্তার, চিকিৎসা সরঞ্জাম এবং আরোগ্য লাভের সংখ্যার উপর। ডাক্তারদের ব্যবহারও খুব গুরুত্বপূর্ণ বিষয়।

গত রোববার আইআইইউসি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মুহাম্মদ কাসেমের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক। বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠানে হৃদরোগ, চিকিৎসা ও কার্ডিয়াক সার্জারি নিয়ে বিষয়ভিত্তিক বক্তব্য দেন, কার্ডিয়াক সার্জন ডা. সারওয়ার কামাল ও ডা. মো. আবদুল মোত্তালিব। স্বাগত বক্তব্য দেন, আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মুহাম্মদ কাসেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মামুনুর রশীদ।

বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক বলেন, এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করাটা আনন্দের ব্যাপার। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালকে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ করা হয়েছে। এই হাসপাতাল চট্টগ্রামে প্রথম কার্ডিয়াক সলিউশন স্থাপন করে। কার্ডিয়াক সেবার জন্য যাতে দেশের বাইরে যেতে না হয় সে ধরনের সব চিকিৎসা আয়োজন এই হাসপাতালে করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেলাং ইউপি চেয়ারম্যান শাহিন চট্টগ্রামে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচবিতে পোষ্য কোটা বহালের দাবিতে কর্মচারীদের কর্মসূচি