কারো পুড়ল জমির দলিল কারোর টাকা

দক্ষিণ হালিশহরে পুড়ে ছাই ৫২ ঘর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহরের কলসি দিঘির পাড় এলাকায় আগুনে আজাদ কলোনির ৫২টি কাঁচাঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ হোসেন দৈনিক আজাদীকে বলেন, রাত ৮টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আমরা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে জানতে পেরেছি, পাশের একটি কক্ষে কলোনির মালিক আনোয়ারুল আজাদের কিছু প্লাস্টিক পাইপ ছিল, সেখান থেকেই প্রথমে আগুন লাগে। তবে কলোনির পাশে পুকুর থাকায় আগুন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কারণ এসব আগুনে পানির স্বল্পতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আগুনের ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে গতকাল রাত ১০টায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, পোড়া স্তূপ থেকে আধাপোড়া জিনিসপত্র টেনে বের করছেন ক্ষতিগ্রস্তরা। এদেরই একজন মো. কবির হোসেন। তিনি দৈনিক আজাদীকে বলেন, হঠাৎ রাত সাড়ে ৮টার চারদিকে আগুন আগুন বলে শোরগোল পড়ে যায়।

বউ বাচ্চাসহ জীবন নিয়ে বের হয়ে আসি। আগুনে আমার জায়গা জমির দলিল পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্ত মাজেদা বেগম বলেন, মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার টাকা জমিয়ে রেখেছিলাম, সব পুড়ে শেষ।

পূর্ববর্তী নিবন্ধরাতের আলোর উজ্জ্বলতা দিয়ে বন্যার ঝুঁকি পরিমাপের অভিনব গবেষণা
পরবর্তী নিবন্ধমাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি