‘একসাথে পথ চলি, মিলন সমাজ গঠন করি’ স্লোগানে ত্যাগ ও সেবা অভিযান পরিচালনা করছে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। তিন মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ এপ্রিল কারিতাস চন্দনাইশ উপজেলা সদর কার্যালয়ে ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে আলোচনা সভায় ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের বক্তারা নিজ নিজ ধর্মের আলোকে উল্লেখিত মূল সুরের ওপর বক্তব্য রাখেন। কারিতাস চন্দনাইশ উপজেলার এরিয়া ম্যানেজার শ্যামল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা মো. কামাল উদ্দীন, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, বোধিমিত্র থের এমএ ও ফাদার রিগ্যান ডি কস্তা। অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এনজিও সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরী ও সাংবাদিক দর্পন মিত্র। বক্তব্য রাখেন জোসিন্তা দাশ, ভিনসেন ত্রিপুরা, সুকুমার নাথ, সত্যপদ তালুকদার বাবলা, নজরুল ইসলাম ও কৃষ্ণা চক্রবর্তী। ত্যাগ ও সেবা কাজ সম্পর্কে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সচেতন করা এবং দেশের দরিদ্র, দুস্থ ও বঞ্চিত প্রতিবেশী ভাইবোনদের জন্য দান করতে সকলকে অনুপ্রাণিত করার লক্ষ্রে কারিতাস বাংলাদেশ প্রতি বছর ত্যাগ ও সেবা অভিযান বাস্তবায়ন করছে। ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।