কারাগারে পরীক্ষা দিচ্ছে চার শিক্ষার্থী

খাগড়াছড়ি ও কক্সবাজার

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি ও কক্সবাজারে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে চার শিক্ষার্থী। এদের মধ্যে খাগড়াছড়ির তিন ও কক্সবাজারের টেকনাফের এক শিক্ষার্থী রয়েছে। খাগড়াছড়ির তিনজনের মধ্যে দুজন পৃথক হত্যা মামলার আসামি। খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় তিন শিক্ষার্থী। এদের মধ্যে নিপুণ ত্রিপুরা ও আরিফুল ইসলাম দুজনই পৃথক হত্যা মামলার আসামি। নিপুণ ত্রিপুরা মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। সে এক বছর ধরে কারাগারে রয়েছে। আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী। সে কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হওয়ার পর কারাগারে রয়েছে। আরেক পরীক্ষার্থী সোহাগ আলম খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। তিনি বলেন, ৩ শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শুরু হয়েছে।
খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
কক্সবাজার প্রতিনিধি জানান, এবারের এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলা কারাগারে বসেই অংশ নিচ্ছে নয়ন শর্মা নামে টেকনাফের এক শিক্ষার্থী। আদালতের নির্দেশ মতে কারাগারে পরীক্ষকের উপস্থিতিতে গতকাল যথাসময়ে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয় এ শিক্ষার্থী।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. মোস্তফা কামাল জানান, টেকনাফের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী নয়ন শর্মা চট্টগ্রামের সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চট্টগ্রাম কারাগারে হাজতি হিসেবে রয়েছে। এ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী হওয়ায় গত ১৪ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার কারাগারে আনা হয়। এরপর সংশ্লিষ্ট আদেশ মতে, বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার প্রথম দিন এ শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে বিষয়ে পরীক্ষা দেয়। অন্যান্য বিষয়েও কারাগারে বসে রুটিন মত পরীক্ষায় অংশ নেবে সে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) বিভীষণ কান্তি দাশ জানান, কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৪৯ কেন্দ্রে ৪৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলায় মোট পরীক্ষার্থী ছিল ২৯ হাজার ৪৬৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ২৯ হাজার ৪ জন। একজন শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিষ্কার করা হয়েছে।
তিনি জানান, কক্সবাজারে এসএসসি পরীক্ষায় ২৯টি কেন্দ্রে ২১ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী ছিল। যার মধ্যে ২৬২ জন অনুপস্থিত ছিল। দাখিল পরীক্ষায় ১৩ কেন্দ্রে ৬ হাজার ৯২০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৮১ জন। ভোকেশনালে পরীক্ষায় ৭ কেন্দ্রে ১ হাজার ৪০৯ জনের মধ্যে ১৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

পূর্ববর্তী নিবন্ধচেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন পেয়ারুলসহ তিনজন
পরবর্তী নিবন্ধপ্রথম দিনে অনুপস্থিত ১,৬৮৩ বহিষ্কার দুই পরীক্ষার্থী