কামরুন নেছা

| বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৫১ পূর্বাহ্ণ

৩৭ নম্বর মনির নগর ওয়ার্ডের আমির আলী শাহ’র (রা.) দৈাহিত্র্য ইদ্রিস আল নুরীর সহধর্মিণী মোছাম্মৎ কামরুন নেছা (৭৬) গত রোববার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন ভেন্ডা চৌধুরী পাড়া জামে মসজিদ মাঠে নামাজে জানাযা শেষে সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মোছাম্মৎ কামরুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হযরত আমির আলী শাহ (র.) ফান্ডেশনের চেয়ারম্যান শফী আল্‌ নূরী, ওয়ার্ড কাউন্সিলর এম এ মন্নান, এম ডি মহসীন মুরাদ, ইকবাল আল নূরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকলকাতার হয়ে ৫০ ম্যাচ খেলে বিশেষ ক্যাপ পেলেন সাকিব
পরবর্তী নিবন্ধআজ মুক্তিযোদ্ধা আবদুল মান্নান স্মরণসভা