কলকাতার হয়ে ৫০ ম্যাচ খেলে বিশেষ ক্যাপ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ এপ্রিল, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

আইপিএলে গতকালের ম্যাচে টসের একটু আগে মাঠের এক প্রান্তে গোল হয়ে দাঁড়ায় কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফ ও ক্রিকেটাররা। সেখানেই হয়ে গেল একটা ছোট্ট আনুষ্ঠানিকতা। কোচ ব্রেন্ডন ম্যাককালাম কিছু একটা বললেন, তারপর সবার তুমুল করতালির মধ্যে হাসিমুখে এগিয়ে গেলেন সাকিব আল হাসান। তার হাতে ক্যাপ তুলে দিলেন ম্যাককালাম। চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে কলকাতার এই আয়োজন সাকিবের হাতে ওই ক্যাপ তুলে দিতেই। এই দলের হয়ে ৫০ ম্যাচ খেলার জন্য বিশেষ ক্যাপ! নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম ৬ মৌসুম কলকাতার হয়েই খেলেন সাকিব। এই ফ্র্যাঞ্চাইজির দুটি শিরোপা জয়েই ছিল তার উল্লেখযোগ্য অবদান। পরে দুই মৌসুম তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার নিলামে আবার তাকে দলে টানে কলকাতা। কলকাতার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি ২০১১ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। বাকি সব ম্যাচ আইপিএলে। সব মিলিয়ে এই দলের হয়ে তার রান ১৯.৫০ গড়ে ৫৪৬, উইকেট ৪৫টি। চলতি মৌসুম কলকাতার প্রথম দুটি ম্যাচেই সুযোগ পেলেন সাকিব। প্রথম ম্যাচে ৫ বলে ৩ রানে আউট হওয়ার পর উইকেট নিয়েছিলেন একটি। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও তুলে নেন ১টি উইকেট। রান করেন ৯ রান।

পূর্ববর্তী নিবন্ধইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধকামরুন নেছা