কাভার্ডভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

সড়ক অবরোধ করে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৩৩ পূর্বাহ্ণ

কাভার্ডভ্যানের ধাক্কায় নগরে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. তুহিন (৮)। গতকাল দুপুর সোয়া ১টার দিকে আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন স্থানীয় জেলেপাড়ার চায়ের দোকানদার নুরুল আবছারের ছেলে। এ দিকে দুর্র্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় দুই পাশে গাড়ি আটকে যানজট সৃষ্টি হয়। পরে ইপিজেড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। সেখানে সিসি ক্যামেরা না থাকায় গাড়িটি শনাক্ত করা যায়নি। তবে আমরা চালক ও গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ডিভাইডার আছে। তবে সেটা ফাঁকা। ফাঁকা ডিভাইডার দিয়ে মূল রাস্তায় চলে আসে তুহিন। সেখান দিয়ে প্রতিদিন স্থানীয় লোকজন চলাচল করে। এতে ভবিষ্যতেও যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধডেকে ডেকে দিতে হল নগরের কেন্দ্রে, উপজেলায় ভিড়