কাবুলে পাকিস্তানের আইএসআই প্রধান

| রবিবার , ৫ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৫১ পূর্বাহ্ণ

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান ফয়েজ হামিদ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। গতকাল শনিবার পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল নিয়ে কাবুলে পৌঁছান তিনি। তালেবান শাসনের অধীনে আফগানিস্তানে এটাই পাকিস্তানের কোনও শীর্ষ কর্মকর্তার সফর। পাকিস্তানি আইএসআই প্রধানের কাবুল সফর নিয়ে অনলাইনে সমালোচনায় মেতে উঠেছেন আফগান নাগরিকেরা। আইএসআই-এর বিরুদ্ধে বহু দিন থেকেই তালেবানকে সহায়তার অভিযোগ রয়েছে। আফগানিস্তানের সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, সরকার গঠন নিয়ে হাক্কানি গ্রুপ ও তালেবানের মোল্লা বারাদার সমর্থিত অংশের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হওয়ার কারণেই কাবুল সফরে আসেন আইএসআই প্রধান।

পূর্ববর্তী নিবন্ধ৯/১১ হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশ বাইডেনের
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডে ছয় মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু