আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের নিকটবর্তী একটি হাসপাতাল বলেছে, বুধবারের বিস্ফোরণে ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, কর্মকর্তারা নিহতের সংখ্যা পাঁচ বলে নিশ্চিত করেছেন।
তালেবান শাসিত আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা উস্তাদ ফারীদুন বলেছেন, হামলায় ২০ জন নিহত হয়েছেন। হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন তিনি। খবর বিডিনিউজের।
যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য এক ইতালিয় এনজিওর প্রতিষ্ঠিত অস্ত্রোপচার কেন্দ্র ইমার্জেন্সি হাসপাতাল জানিয়েছে, বিস্ফোরণের পর ৪০ জনেরও বেশি আহতকে ভর্তি করেছেন তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ এবং পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ হামলার নিন্দা করেছে।