কাবিননামা জালিয়াতি চক্রের দুই সদস্য আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর ও সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে কাবিননামা জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। আটককৃতরা হল মো. মঞ্জুর আলম প্রকাশ বাপ্পী (৪৮) এবং টিপু দাশ (৩৫)

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ পরিদর্শক মো. মাসুদ পারভেজ জানান, নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় বাদী সাজেদা বেগম আদালতে ৮ লাখ টাকার দেনমোহরের একটি কাবিননামা আদালতে উপস্থাপন করেন। অপরদিকে বিবাদী মো. মাহবুব আলম সাড়ে তিন মাসের ব্যবধানে দুটি কাবিননামা আদালতে উপস্থাপন করেন। তারমধ্যে একটিতে ১ লাখ ১ টাকা অপরটিতে তিন লাখ টাকা দেনমোহরের কথা উল্লেখ আছে। আদালতের নির্দেশের তদন্ত করতে গিয়ে গত বৃহস্পতিবার হালিশহর ও সদরঘাট এলাকা থেকে মো. মঞ্জুর আলম প্রকাশ বাপ্পী এবং টিপু দাশকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দুজনই জালজালিয়াতির মাধ্যমে কাবিননামা তৈরি করে মানুষের চাহিদা অনুযায়ী সরবরাহ করতো বলে স্বীকার করেছে। এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের সহযোগী পলাতক মো. আজাদসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে হালিশহর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক মো. মাসুদ পারভেজ।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না : সিটি মেয়র
পরবর্তী নিবন্ধঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু