ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির মুকুট ধরে রাখার মিশন শুরু করেছে বাংলাদেশ। শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। ইংল্যান্ডকে তেমন সুবিধাই করতে দেয়নি বাংলাদেশ। ২৭-০৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধেও ম্যাচের এগিয়ে যায় বাংলাদেশ। একের পর এক ইংলিশ রেইডাররা ধরাশায়ী হতে থাকে মনিরুল-সম্রাট মিয়াদের কাছে। ফলে বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।