কাপ্তাই হ্রদে সুইপারের ভাসমান মরদেহ

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অর্ধগলিত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম গিয়াস উদ্দীন (৫৫)। তিনি বর্তমানে শহরের রিজার্ভ বাজার এলাকায় বসবাস করতেন। সে পেশায় একজন সুইপার ছিলেন। তার গ্রামের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার ধরমপাশায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে রিজার্ভবাজার এলাকায় কাপ্তাই হ্রদে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচরে দুস্থ পরিবারে মশারি দিলেন এমপি ফজলে করিম
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে সংবাদপত্র হকার্স সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ