কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কাপ্তাই হ্রদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহযোগিতায় কাপ্তাই হ্রদে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নারী-পুরুষের অংশগ্রহণে এই প্রতিযোগিতা দেখতে পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের মানুষের ঢল নামে। প্রতিযোগিতা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। গেস্ট অব অনার ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, মেয়র আকবর হোসেন চৌধুরী এবং সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান চৌধুরী রোমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই একদিন এদেশের স্থপতি হবেন। শেখ রাসেল তাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান তিনি।
নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শুধু উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, উন্নয়নের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও ভূমিকা রাখতে চায়। তিনি আরো বলেন, শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে আমরা যে সমপ্রীতির বীজ বপন করেছি, এই সমপ্রীতি অটুট রেখে পাহাড়ি-বাঙ্গালি ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের ভিশনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপিতার খুনের মামলায় তৎপর থাকায় ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধজিয়ার আমলে সামরিক আদালতে দণ্ডের ক্ষতিপূরণ কেন নয় : হাই কোর্ট