কাপ্তাই সড়কে চলন্ত টেক্সির উপর উপড়ে পড়ল গাছ

চালকসহ আহত দুই দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

প্রবল বৃষ্টিতে চট্টগ্রামকাপ্তাই সড়কে বিশালাকৃতির একটি আকাশমনি গাছ হঠাৎ একটি চলন্ত সিএনজি টেক্সির উপর উপড়ে পড়েছে। এতে টেক্সিটি দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া ও রাউজানের সীমান্তবর্তী তাপবিদ্যুৎ গেইট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। চট্টগ্রাম ও কাপ্তাইগামী শত শত গাড়ি দুই পাশে আটকা পড়ে। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি অপসারণ করে নিলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুল ইসলাম জানান, সকাল সোয়া ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টারও অধিক সময়ের চেষ্টায় আকাশমনি গাছটি অপসারণ করা হয়। অতিবৃষ্টির কারণে বিশালাকৃতির গাছটির গোড়া থেকে মাটি সরে গেলে সড়কের উত্তর পাশ থেকে শিকড়সহ এটি উপড়ে পড়ে। এই ঘটনায় সিএনজি টেক্সির যাত্রী ও চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি। তরুণ বড়ুয়া নামে এক ব্যক্তি জানান, চিকিৎসার জন্য বাসে করে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে তাপবিদ্যুৎ গেইট এলাকায় সড়কে গাছটি ভেঙে পড়ায় প্রায় দুই ঘণ্টা যানজটে আটকা পড়েন। এতে তিনি চিকিৎসকের সিডিউল মিস করেছেন বলে জানান।

সূত্রে জানা যায়, গেল কয়েকবছর ধরে সামান্য বৃষ্টি হলেই সড়কের পাশের ঝুঁকিপূর্ণ গাছগুলো উপড়ে পড়ছে। এমনকি সড়কে হেলে পড়া গাছে ধাক্কা খেয়ে বাসের ছাদে থাকা এক যাত্রী মারা যাওয়ার ঘটনাও ঘটেছে কয়েকবছর আগে। রোগীবাহী অ্যাম্বুলেন্সে মরা গাছের ঢাল ভেঙে পড়ে রোগী ও রোগীর স্বজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন কিছুদিন আগে। এভাবে নিয়মিত গাছ উপড়ে পড়ার ঘটনা অব্যাহত থাকলেও প্রতিরোধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সওজ কর্তৃপক্ষ। বিষয়টি উদ্বেগজনক বলছেন সচেতন মহল।

সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক সুপারভাইজার রাসেল দেওয়ান বলেন, সড়কের পাশের বেশকিছু গাছ নিয়মতান্ত্রিকভাবে ইতিপূর্বে কেটে অপসারণ করা হয়েছে। আমরা বাকি ঝুঁকিপূর্ণ গাছগুলোও সরিয়ে নিতে প্রক্রিয়া চালাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ১৮২ ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে
পরবর্তী নিবন্ধদিন শেষে বন্ধুরাই থেকে যায়