কাপ্তাই লেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

কাপ্তাই লেকে ঝাঁকে ঝাঁকে পরিযাই পাখি উড়ে আসছে। বিশাল কাপ্তাই লেকের যে প্রান্তে মানুষের বিচরণ কম সেখানে অসংখ্য পরিযায়ী পাখি বিচরণ করছে। এসব পাখি কাপ্তাই লেকের জলে ভাসা জমির উপর বসে থাকে এবং লেকের পানিতে ভেসে বেড়ানো ছোট মাছ এবং পোকা মাকড় ধরে খায়। জনমানবের সাড়া না থাকায় পাখিরা মনের আনন্দে নিজের ইচ্ছামত নিরাপদে বিচরণ করতে পারছে। তবে হাঠাৎ মানুষের সাড়া পেলে এবং কেউ কোন শব্দ করলে অথবা জোরে হাত তালি দিলে শতশত পরিযাই পাখি মুহূর্তে আকাশে উড়াল দেয়। খানিক পরে পাখিরা আবার নিচে নেমে আসে। কাপ্তাই লেকের মৎম্যজীবী রুস্তম আলী জানান, প্রতিবছর শীতের শুরুতে দূর দূরান্ত হতে ঝাঁকে ঝাঁকে পরিযাই পাখি কাপ্তাই লেকে ছুটে আসে। নভেম্বর মাসের শুরুতে এসব পাখির দেখা মেলে। ফেব্রুয়ারি পর্যন্ত পাখিরা লেকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। কাপ্তাই লেকের নানিয়ারচর, বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি, সুভলং ইত্যাদি জনবসতিহীন এলাকায় এসব পাখি বেশি দেখা যায়। তবে মাঝে মধ্যে অনেকে মাছ শিকারের জন্য ঐসব এলাকায় যাতায়াত করলেও সাধারণত পাখিদের কোনভাবে বিরক্ত করেনা বলেও রুস্তম আলী জানান। আর কোন ধরনের প্রতিবন্ধকতা না থাকায় পাখিরা এসব স্থানে নিরাপদে অবস্থান করতে পারছে।

পূর্ববর্তী নিবন্ধ১৯ সংগঠনের মাস্ক বিতরণ ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধবায়োপিকে চমক দেখাবেন কিয়ারা