কাপ্তাই রাস্তার মাথায় শ্রমিক সমাবেশ

| বুধবার , ১১ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেছেন, চট্টগ্রামরাঙ্গুনিয়া সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশা চালকদের উপর হামলা, তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া ও পথে পথে হয়রানি বন্ধে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

চট্টগ্রাম অটোরিকশাঅটোটেম্পু শ্রমিক ইউনিয়ন কাপ্তাই রাস্তার মাথা শাখার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রবিবার কাপ্তাই রাস্তার মাথা স্টেশনের ইউনিয়নের কাপ্তাই রাস্তার মাথা শাখার সভাপতি মোহাম্মদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি মো. মানিক, জাগির হোসেন, মো. জাফর, রাসেল, ইমরানুল হক, আরিফুল ইসলাম, আবু তাহের ও জাহিদ হোসেন, রওজাহাট শাখার সভাপতি জামাল উদ্দিন, মরিয়ম নগর চৌমুহনী সভাপতি মোনাফ ও গোডাউন বাজার সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামরাঙ্গুনিয়া সড়কে আমাদের চালকদের কোন নিরাপত্তা নেই। পথে পথে চাঁদাবাজি করছে। নেতৃবৃন্দ এ বিষয়ে রাঙ্গুনিয়া থানা ও জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদাওয়াতে খায়র ইজতেমার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধনাসিরাবাদে হাজী ফয়েজ আহমেদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন