কাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজি মামলার সাত আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৫১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আইয়ুব আলী (৫৭), মো. রফিক (৫৫), মো. জামাল (৫২), মো. সাইফুল ইসলাম (৩০), মো. সুজন মিয়া (৩০), মো. আব্বাস উদ্দিন (২৪) এবং মো. আব্দুল মালেক (৫৬)। এরমধ্যে আইয়ুব মৌলভীবাজার এমরান সওদাগরের কলোনির মৃত মো. মনু মিয়ার ছেলে, রফিক নুরুজ্জামান সওদাগরের বাড়ির মৃত আব্দুর ছত্তরের ছেলে, জামাল জাহাঙ্গীর কলোনির ইউসুফ মিয়ার ছেলে, সাইফুল ইউসুফ কলোনির মফিজুর রহমানের ছেলে, সুজন তাহের কলোনির মো. আলা উদ্দিনের ছেলে, আব্বাস সাতকানিয়া কলোনির মৃত মঞ্জুর আহমেদের ছেলে, আব্দুল মালেক সফিকুলের কলোনির মৃত রজব আলীর ছেলে।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, গত ১৭ মার্চে হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহরে বস্তিতে আগুন, পুড়ল ৯ ঘর
পরবর্তী নিবন্ধআড়াইশ মানুষের মাঝে সতেজের খাদ্যসামগ্রী বিতরণ