কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে বিরল প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির দৈঘ্য ৮ ফুট এবং এর ওজন ১০ কেজি। গতকাল বুধবার বিকাল ৫ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ কাপ্তাই জাতীয় উদ্যানে সাপটি অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই বন বিভাগের কর্মীরা। রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশের ঝোপের মধ্যে থেকে বিরল প্রজাতির অজগর উদ্ধার করা হয়। সাপটি উদ্ধার করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. সাইফুল। পরবর্তীতে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহযোগিতায় রাঙামাটি বনবিভাগের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র কোরআন হাতে জাতিসংঘে যে বক্তব্য দিলেন ইরানি প্রেসিডেন্ট
পরবর্তী নিবন্ধজলহস্তী পেলো চট্টগ্রাম চিড়িয়াখানা