কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটক অপূর্ব সাহার (১৯) লাশ আজ (১২ মে) বৃহস্পতিবার সকালে নদীর সীতারঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
সকালে জেলেরা মাছ ধরতে গেলে তাদের জালে অপূর্ব সাহার লাশ আটকা পড়ে। পরে খবর দিলে কাপ্তাই দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন দমকল বাহিনীর স্টেশন অফিসার শাহীন আলম। লাশ চন্দ্রঘোনা থানায় সোপর্দ করা হয়েছে। অপূর্ব সাহা চট্টগ্রামের অরুপ সাহার ছেলে। তারা নগরীর মাদারবাড়ী এলাকায় বসবাস করতেন।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী অপূর্ব সাহার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন বলে জানান।
প্রসঙ্গত, অপূর্ব সাহাসহ ৬ জন পর্যটক গতকাল বুধবার (১১ মে) চট্টগ্রাম থেকে কাপ্তাই ভ্রমণে আসেন। ভ্রমণের একপর্যায়ে সবাই কর্ণফুলী নদীতে সীতারঘাট নামক স্থানে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে ২ জন পানিতে ডুবে যান। বুধবার বিকেলে শোকেস বৈদ্য (১৯) নামক একজনের লাশ উদ্ধার করা হয়েছিল।