কাপ্তাইয়ে ৭ লাখ টাকার সেগুন কাঠসহ চাঁদের গাড়ি জব্দ

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৫১ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে ৪১ বিজিবি উপজেলার ডংছড়ি সিআইও ক্যাম্প সংলগ্ন এলাকায় পৃথক দুই দফায় অভিযান পারিচালনা করে ১৭০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করেছে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য ৭ লাখ টাকা হবে বলে জানা গেছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ কাঠ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ভালুকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। গত বুধবার হাতিমারা এলাকা থেকে ৯০ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠ সন্ত্রাসীরা সংরক্ষিত বনাঞ্চল থেকে কেটে অবৈধভাবে পাচারের জন্য জড়ো করে রেখেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবি সদস্যরা কাঠগুলো উদ্ধার করেন।

পূর্ববর্তী নিবন্ধআমরণ অনশন স্থগিত চবি শিক্ষার্থীদের
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের চাম্বল শাখার উদ্বোধন