কাপ্তাইয়ে ৬ জনের করোনা শনাক্ত

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় বর্তমানে ৬জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে ৫জন পুরুষ এবং ১ জন নারী। এনিয়ে এ পর্যন্ত কাপ্তাইয়ে মোট ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২ জন মৃত্যু বরণ করেছেন। তবে এই অবস্থায়ও উপজেলার সর্বসাধারণকে স্বাস্থ্যবিধি মানতে বিশেষ করে মাস্ক ব্যবহার করতে দেখা যাচ্ছে না। মানুষ ইচ্ছামত চলাফেরা করছেন। সর্বত্র যাতায়াত করছেন। দলবদ্ধভাবে আড্ডা দিচ্ছেন। স্বাস্থ্যবিধি না মানলে করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, উপজেলায় বর্তমানে ৬ জন করোনা রোগী রয়েছেন। তারা সবাই চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় আইসোলেশন অবস্থায় আছেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম উল্লেখ করে তিনি বলেন, সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য বারবার অনুরোধ ও পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু মানুষকে কোনোভাবেই সচেতন করা সম্ভব হচ্ছেনা। সর্বস্তরের জনগণকে স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী বলেন, শীতে করোনা পরিস্থিতি আরো খারাপ হবার আশংকা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা আগাম সতর্কতা হিসেবে সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ ও পরামর্শ দিচ্ছি। বর্তমানে মাস্ক ছাড়া স্বাস্থ্য কেন্দ্রে কারো সেবা দেওয়া হচ্ছে না। সর্বস্তরে মাস্ক ব্যবহার করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধচসিক পরিচ্ছন্নতা কর্মীদের জন্য চার হাজার শীতবস্ত্র দিল বিজিএমইএ
পরবর্তী নিবন্ধ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’