কাপ্তাইয়ে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে সামপ্রতিক সময়ে ভারি বর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৩০ অসহায় ও দরিদ্র পরিবারকে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির (সীপক্‌স) পক্ষ থেকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। সীপক্‌স কাপ্তাই উপ-শাখার সাধারন সম্পাদক মৌটুসী খন্দকার ওয়াগ্‌গাছড়া জোন কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সীপক্‌স কাপ্তাই উপ-শাখার কোষাধ্যক্ষ ডা. মাহজাবিন মায়িশা এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদ।

পূর্ববর্তী নিবন্ধঅন্য এক চঞ্চল
পরবর্তী নিবন্ধগ্যাস সিলিন্ডারের গাড়িতে লুকিয়ে অবৈধ কাঠ পাচার