কাপ্তাই উপজেলায় আজ মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শান্তিময় চাকমা (৬০)। ঘটনাটি ঘটেছে কাপ্তাই উপজেলা ২নং রাইাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হাতিমারা নামক স্থানে। মৃত শান্তিময় চাকমা স্থানীয় দুলালের বাগানে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। খবর পাবার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে বলে চন্দ্রঘোনা থানার ওসি জানান।
চন্দ্রঘোনা থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই একই এলাকায় বন্যহাতির আক্রমণে তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আজ্ঞেধাম্মা থের নামক মন্দিরের ভান্তে মারা যান। বন্যহাতির পায়ে পৃষ্ঠ হয়ে ভান্তের মৃত্যুর পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। বন্যহাতি আবার আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় স্থানীয়রা ভীতসন্ত্রস্থ ছিলেন।
বন্যহাতি যাতে ঘরে আক্রমণ চালাতে না পারে সে জন্য শান্তিময় চাকমা ঘরের চতুর্দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের ব্যবস্থা করছিলেন। কিন্তু এক পর্যায়ে তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এদিকে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করার জন্য মৃতের পরিবার থানা পুলিশের কাছে অনুরোধ করেন। এবং এই ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগও করা হয়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।