করোনায় চট্টগ্রামে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৬৫

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৩:১৭ অপরাহ্ণ

করোনার সংক্রমণ বাড়লেও গণপরিবহন, পশুর হাটসহ প্রায় সবখানেই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। এর ফলও মিলছে হাতেনাতে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।

সোমবার (১৯ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার ৫৬৮ জন এবং উপজেলায় ১৯৭ জন।

সংক্রমণ বাড়ার বিষয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নিজেদের মধ্যে সচেতনতা না থাকলে সরকারের শত উদ্যোগও সংক্রমণ নিয়ন্ত্রণ করতে পারবে না। তারপরও আমাদের সাধ্য অনুযায়ী সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছি। সামনে ঈদ-উল-আযহা, আমাদের জন্য একটি কঠিন সময় অপেক্ষা করছে।

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের গত ১৮ দিনে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৪৪ জন। মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন ব্যবসায়ী আবদুল নবী খান
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু