কাপ্তাইয়ে দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১২ জুলাই, ২০২১ at ৭:৪৮ অপরাহ্ণ

করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা হিসেবে কাপ্তাই উপজেলায় বসবাসকারী বিপুল সংখ্যক দরিদ্র জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছে সেনাবাহিনীর কাপ্তাই জোন।
স্বাস্থ্যবিধি মেনে গরীবদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মো. খন্দকার মাহমুদুর রহমান পিএসসি।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের ক্যাপ্টেন নাজমুস সাকিব, ক্যাপ্টেন মুশফিক আহমেদ সামিত, অনারারি ক্যাপ্টেন মোঃ আজিজার রহমান, বিএসপিআইয়ের অধ্যক্ষ মো. আবদুল মতিন হাওলাদার এবং ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ।
ত্রাণ সামগ্রী বিতরণ করে মেজর মো. খন্দকার মাহমুদুর রহমান বলেন, “সারাদেশে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। কাপ্তাইয়েও করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।”
এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি। অপ্রয়োজনে ঘর থেকে বের না হবার জন্যও তিনি সকলের প্রতি অনুরোধ জানান। করোনাকালে মানবিক সহায়তা হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণের কথা উল্লেখ করে ভবিষ্যতেও গরীব ও দুঃস্থদের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হবে বলে জানান তিনি।
সেনাবাহিনীর পক্ষে ত্রাণ বিতরণ করেন কাপ্তাই জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ খন্দকার মাহমুদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড শনাক্তের দিনে মৃত্যু ২২০
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা