কাপ্তাইয়ে তোফাজ্জল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ের সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংসদ আয়োজিত তোফাজ্জল হোসেন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় বরইছড়ি স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে ৫৩ গোলে কাপ্তাই বাঁশ কেন্দ্র ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। গেষ্ট অব অনার ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। কমিটির আহবায়ক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক মাহবুব হাসান, প্রধান শিক্ষক জগদিশ দাশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. একরাম হোসেন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম। ধারাভাষ্যে ছিলেন ওসমান গণি তনু।

পূর্ববর্তী নিবন্ধসিসিএল ক্রিকেট, বিলিয়ার্ড স্নুকার এন্ড পুল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধচন্দনাইশ চরবরমায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন