কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার যৌথ উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব কাবাডি খেলা সম্পন্ন হয়েছে। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত এই কাবাডি খেলায় নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৩২ পয়েন্টে ওয়াগগা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মো. আনিসুর রহমান ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।












