কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণের মাঝে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়েছে। ৪১ বিজিবির অধিনায়ক ও ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির আহমেদ সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় ১২ দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও তিনটি পরিবারকে ঘর তৈরির জন্য প্রত্যেককে ৩ বান করে ঢেউটিন প্রদান করা হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২টি পরিবারকে ২টি সেলাই মেশিন প্রদান করা হয়।