কাপ্তাইয়ে রাঙ্গামাটি সেনা রিজিয়নের আওতাধীন ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় বসবাসকারি অসহায়, দরিদ্র এবং গরীব জনসাধারন ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। সেনাবাহিনী কর্তৃক প্রদত্ত বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য দূর দূরান্তের দুর্গম এলাকা থেকে বিপুল সংখ্যক রোগী চিকিৎসা ক্যাম্পে আসেন। ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেলের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার। সুবিধা বঞ্চিত মানুষের সেবায় ভবিষ্যতেও অনুরূপ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলমান থাকবে বলে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল জানান।