কাপ্তাইয়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চিৎমরম মৌজার জয়

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গতকাল ওয়াগ্‌গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় জয়লাভ করেছে ৩২৩ চিৎমরম মৌজা। তারা ৪০ গোলে ৩২৬ নং পেকুয়া মৌজাকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উছাইমং মারমা ২টি এবং চাই থোয়াই মারমা ও মংহাই সিং মারমা ১টি করে গোল করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. আমীর হোসেন মোল্ল্লা। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর লতিফুল বারী ও ব্যাটালিয়নের মেকিকেল অফিসার ক্যাপ্টেন ডা. সুষ্মিত শোভন দাশ। আমন্ত্রিত অতিথি ছিলেন ৩২৩ নং চিৎমরম মৌজার হেডম্যান ক্যাওসিং মং মারমা, ১০০নং ওয়াগ্‌গাছড়া মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান বাবুল এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহসভাপতি কাজী মোশাররফ হোসেন। খেলা পরিচালনা করেন ৪১ বিজিবির হাবিলদার মনিরুল ইসলাম। সহযোগিতায় ছিলেন সৈনিক মো. হাবিবুর রহমান এবং মো. মুরাদ হোসেন। আজ ২০ নভেম্বর একই মাঠে চিৎমরম মৌজা এবং রাইখালী মৌজার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগে পাহাড়তলী ও শোভনীয়ার জয়
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ক্রীড়াশিক্ষা বৃত্তির চেক বিতরণ সম্পন্ন