কান উৎসবে সত্যজিতের ‘প্রতিদ্বন্দ্বী’

| শনিবার , ৭ মে, ২০২২ at ৭:০৭ পূর্বাহ্ণ

চলতি মাসেই বসবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে দেখানো হবে সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘প্রতিদ্বন্দ্বী’। ‘কানস ক্লাসিক প্রোগ্রাম’এ পুরনো ক্লাসিক ছবিগুলিকে সংরক্ষণ করার একটি বিশেষ বিভাগ তৈরি হয়েছে। সেখানেই দেখানো হবে সত্যজিৎ পরিচালিত ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি।

গত মঙ্গলবার সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানিয়েছেন প্রিয়া সিনেমার কর্ণধার অভিনেতা অরিজিৎ দত্ত। এই তালিকায় আরও আছে জঁ উস্তাশের বিতর্কিত ছবি ‘দ্য মাদার অ্যান্ড দ্য হোর’, জিন কেলি এবং স্ট্যানলি ডোনেনের ‘সিঙ্গিং ইন দ্য রেইন’, অরসন ওয়েলসের ‘দ্য ট্রায়াল’ এবং অরবিন্দ গোবিন্দনের ‘থাম্প’এর মতো একাধিক কালজয়ী ছবি।

১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি ‘প্রতিদ্বন্দ্বী’। এটিই সত্যজিতের ‘ক্যালকাটা ট্রিলজি’র প্রথম ছবি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়কে। সেই সময়ের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে তৈরি এই ছবি আজও দর্শককে মুগ্ধ করে আগামী ১৭ থেকে ২৮ মে চলবে কান চলচ্চিত্র উৎসব।

পূর্ববর্তী নিবন্ধমাকে ছাড়া মমতাজের প্রথম জন্মদিন পালন
পরবর্তী নিবন্ধমেয়ের গানে তবলা বাজালেন নাঈম