চন্দনাইশ কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত ম্যানেজিং কমিটির সাথে শিক্ষক মণ্ডলীর পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা গত সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সচিব ও মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি শায়খুল ফিকহ্ অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী (মা:জি:আ)। সহ–সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক, অভিভাবক সদস্য (নির্বাচিত) এম.এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ আবদুল আলম, মুহাম্মদ ফরহাদ, ইয়াছমিন আকতার, শিক্ষক প্রতিনিধি সদস্য, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, আহমদ কবির, হানিফা বেগম, মাদ্রাসার শিক্ষক মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাস্টার মোহাম্মদ সুলাইমান, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, হানিফা বেগম, মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।