বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের দক্ষিণ কাথরিয়া হযরত বাইলা খলিফা (রহ:) জামে মসজিদের দ্বিতল ভবন ও মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাথরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী। মসজিদ পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল ওয়াহেদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন
ডা. মোজাম্মেল হক, আবদুস সবুর, মাহবুবুল আলম চৌধুরী, মিনহাজ উদ্দিন, মনজুরুল হক, এস.এম এজাহারুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী মসজিদের কাজের জন্য ১ লক্ষ টাকা অনুদান এবং সকল কাজে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।