কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। শেষ দিনে বুধবার এল সালভাদরকে ২-০ ব্যবধানে হারিয়ে কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করে মেক্সিকো।অপরদিকে কোস্টারিকার কাছে ২-০ ব্যবধানে হেরেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লেখায় যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এ নিয়ে টানা অষ্টমবারের মতো খেলতে যাচ্ছে মেক্সিকো। এদিকে গত বিশ্বকাপে জায়গা না হলেও এবারের বিশ্বকাপে ঠিকই কোয়ালিফাই করেছে যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৯০ থেকে ২০১৪ পর্যন্ত টানা ছয় বিশ্বকাপে অংশগ্রহণ করে দেশটি। আমেরিকান এই অঞ্চল থেকে বাছাইপবের্র শীর্ষে থেকে আগেই বিশ্বকাপে কোয়ালিফাই করে কানাডা। দুইয়ে ও তিনে থেকে তাদের সঙ্গে নতুন করে যোগ দিল মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
অপরদিকে চারে থাকা কোস্টারিকার আশা এখনও শেষ হয়ে যায়নি। প্লে-অফে ওশেনিয়া অঞ্চলের দল নিউজিল্যান্ডকে হারালে তারাও যাবে কাতার বিশ্বকাপে।