কাঠের কয়েন পানিতে ভাসিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৫

| শুক্রবার , ২৯ জানুয়ারি, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

অষ্টাদশ শতকের পুরাতন কয়েন ও সীমান্ত পিলার নাসায় বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া একটি প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো চক্রটি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ধাতব কয়েন, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। ব্রিটিশ আমলে ধাতব কয়েনে ইউরেনিয়াম আছে আর ইউরেনিয়াম ব্যবহৃত হয় নাসার গবেষণায়। নাসা এ কয়েনগুলো মোটা টাকায় কিনে নেয় বিভিন্ন দেশ থেকে। এমন গল্প শুনিয়ে ধনাঢ্য ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলতো এই চক্রটি। কাঠের কয়েন পানিতে ভাসিয়ে তারা প্রতারণা করতো। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই হেডকোয়ার্টারে সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার জানান, এই প্রতারক চক্রের সদস্যরা বাস্তবে শাড়ির ব্যবসা, পেয়ারা চাষি ও বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করলেও তারাই হয়ে যেতেন কয়েনের ক্রেতা ও বিক্রেতা। খবর বাংলানিউজের।
এদিকে, মানবপাচারকারী চক্রের ৩ প্রতারককে গ্রেপ্তার করেছে পিবিআই। ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিতো চক্রটি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার ও প্রতারণার কাজে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅপহরণের পর ধর্ষণের পৃথক ঘটনায় দুই আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধশত কোটি টাকার সাপের বিষসহ আটক ৩