কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৫ জানুয়ারি বিকাল ৩ টায় বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক ড. সামশুদ্দিন শিশির। উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সামশুল আরেফিন, দাতা সদস্য নজমুল হক চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, অভিভাবক সদস্য লায়ন গিয়াসউদ্দিন, বাবুল আলম চৌধুরী, জিয়াউদ্দিন চৌধুরী, হায়দার আলী, উর্মি আক্তার, শিক্ষক প্রতিনিধি অসিত দাশ, মকছুদুল করিম, ভারপ্রাপ্ত সহ–প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর। লুৎফুন নেছার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগম। প্রধান অতিথি প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি জাতিকে দক্ষ যোগ্যতা সম্পন্ন বিশ্বনাগরিক গড়ে তোলা এখন সময়ের দাবি। শিক্ষকতার সাথে জড়িত শিক্ষকদের উচিৎ একটা মানবিক জীবনদক্ষতা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অভিপ্রায়ে নিরন্তর কাজ করা। বিশেষ অতিথি ড. সামশুদ্দিন শিশির বলেন, আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার চাই না, আমরা চাই পরমতসহিঞ্চু বিনয়ী মানুষ। যারা মা–বাবার সেবার মধ্যদিয়ে একটা জাতির সেবার অনুপ্রেরণা অর্জন করতে পারে। ক্রীড়া, সাংস্কৃতিক ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক দলের পরিবেশনা, ‘আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা’। নির্দেশনায় ছিলেন খালিদা ফেরদৌস জাহান ও রোজী চৌধুরী।–বিজ্ঞপ্তি