কাট্টলীতে কিশোরীকে ধর্ষণ, মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

নগরীর কাট্টলী এলাকায় সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ওই কিশোরীর মা। গত বুধবার রাত সাড়ে ১০টায় পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বট গাছতল লংকা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় নগরের দক্ষিণ কাট্টলী এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যায় ওই কিশোরী। পরে তাকে একা পেয়ে দিপু নামের এক প্রতিবেশী ওই কিশোরীকে জোর করে ধর্ষণ করে। বাসায় এসে কিশোরী বিষয়টি জানালে তার পরিবার থানায় মামলা দায়ের করে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কিশোরীর মা মেডিকেল থেকে চিকিৎসা শেষে আজ (বৃহস্পতিবার) দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন। আসামিকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সংক্রমণের হার আবার পাঁচের নিচে
পরবর্তী নিবন্ধঅবৈধ দখলদার যতই শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না : ভারপ্রাপ্ত মেয়র